১৯৯৭সালে এই ইউনয়ন পরিষদটি স্থাপিত হয়। জীবননগর ইউনিয়ন পরিষদ পৌরসভায় উন্নীত হওয়ায় অবশিষ্ট গ্রাম গুলি নিয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদ গঠিত হয়।গ্রামেগুলো সব সীমান্ত বর্তী হওয়ায় ইউনিয়ন পরিষদের নাম করন করা হয় সীমান্তইউনিয়ন পরিষদ।। সীমান্তইউনিয়ন পরিষদ প্রথম চেয়ারম্যানের নামমো: শাহাজান আলী। বর্তমান কার্যালয় টি হরিপুরগ্রামের রোড এরপাশে অবস্থিত। বর্তমান চেয়ারম্যানের নাম জনাব মোঃ আব্দুল হান্নান। এই ইউনিয়ন পরিষদের পশ্চিমে ভারত, পূর্বেজীবননগর পৌরসভা, উত্তরেউথলীইউনিয়ন, দক্ষিনে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়ন পরিষদ। জীবননগর উপজেলা থেকে ইউনিয়নের দুরুত্ত ৫ কিঃ মিঃ চুয়াডাঙ্গা জেলা থেকে দুরত্ত ৩৭কিঃ মিঃ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS