Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সীমান্ত ইউনিয়নের ইতিহাস

১৯৯৭ সালে এই ইউনয়ন পরিষদটি স্থাপিত হয়। জীবননগর ইউনিয়ন পরিষদ পৌরসভায় উন্নীত হওয়ায় অবশিষ্ট গ্রাম গুলি নিয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদ গঠিত হয়।গ্রামেগুলো সব সীমান্ত বর্তী হওয়ায়  ইউনিয়ন পরিষদের নাম করন করা হয় সীমান্তইউনিয়ন পরিষদ।। সীমান্তইউনিয়ন পরিষদ প্রথম চেয়ারম্যানের নামমো: শাহাজান আলী। বর্তমান কার্যালয় টি হরিপুরগ্রামের রোড এরপাশে অবস্থিত। এই  ইউনিয়ন পরিষদের পশ্চিমে ভারত, পূর্বে জীবননগর পৌরসভা, উত্তরে উথলী ইউনিয়ন, দক্ষিনে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়ন পরিষদ। জীবননগর উপজেলা থেকে ইউনিয়নের দুরুত্ত  ৫ কিঃ মিঃ চুয়াডাঙ্গা জেলা থেকে দুরত্ত ৩৭ কিঃ মিঃ ।